আরব সাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাব ও বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে শুক্রবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।
হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে । দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। আকাশ থাকবে মেঘলা।
আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দক্ষিণ বঙ্গের জেলাগুলোতে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।
দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের সব জেলাতেও শুক্রবার এবং শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো বুধবার থেকে কলকাতা সহ রাজ্যের সব জেলাতে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, চলতে পারে আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত।