বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলতে পারে আগামী মঙ্গলবার পর্যন্ত । কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর এই পূর্বাভাস দিয়েছে।
বৃহস্পতিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহযোগে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। গোটা সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, রাজ্যের দুই মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম ঝাড়গ্রাম, নদীয়া ও মুর্শিদাবাদে ।
উত্তর বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় তার জেরে প্রচুর জলীয় বাষ্প এ রাজ্যে ঢুকছে। আগামী মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।
তবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলাকালীন খোলা আকাশের নিচে না থাকার পরামর্শ দিয়ে, কোন ভাবেই গাছের নিচে বা ইলেক্ট্রিক পোস্টের ধারে কাছে না থাকার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর।