Oplus_0

কলকাতা বড়বাজারের ফলপট্টির এক হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে । আহত অনেকেই ।

 

দমকলের ১০টি ইঞ্জিন ৮ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।ছ’তলার ওই হোটেলের ৪২ টি ঘরে ৮৮ জন আবাসিক ছিলেন । তীব্র ধোঁয়ায় ঘরগুলি গ্যাস চেম্বারে পরিণত হয়। বিপর্যয় মোকাবিলার দলের সদস্যরা গভীর রাত পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে হোটেলের জানলার কাঁচ ভেঙে ভিতরে আটকে থাকা সব লোকজনকে উদ্ধার করতে পারলেও অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন হোটেলের আবাসিক ও একজন হোটেল কর্মীর মৃত্যু হয়েছে।

 

মৃতদের প্রত্যেকে এ রাজ্য ও ভিন রাজ্যের বাসিন্দা, ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম , শশী পাঁজা ও পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা । পুলিশ কমিশনার বলেন, “সন্ধ্যা আটটা নাগাদ আগুন লাগে হোটেলটিতে । ১৪ টি দেহ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত । আগুন নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার কাজ চলছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে।” মেছুয়া বাজার ফলপট্টির ঋতুরাজ নামের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবারও উদ্ধার কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here