পরিবার থেকে এবং দল থেকে ৬ বছরের জন্য বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে বের করে দিলেন, আরজেডি প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব।
শনিবার, লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব এক মহিলার সঙ্গে তার ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে, তাঁকে বান্ধবী বলে পরিচয় দিয়ে তাঁদের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করেন।
এরপরই লালুপ্রসাদ যাদব বড় ছেলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে এক্স হ্যান্ডেলের একটি পোস্টে হিন্দিতে লেখেন, ‘ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধ অবহেলা করা, সামাজিক ন্যায় বিচারের জন্য আমাদের সম্মিলিত সংগ্রামকে দুর্বল করে দেয়। বড় ছেলের কার্যকলাপ দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদের পারিবারিক মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় । সেজন্য আমি দল ও পরিবার থেকে তাকে দূরে রাখছি।’

ওই পোস্টে তিনি লেখেন, ‘এখন থেকে দল ও পরিবারে তার কোনো ভূমিকা থাকবে না।ছয় বছরের জন্য দল থেকে তাকে বহিষ্কার করা হলো । সে নিজেই তার ব্যক্তিগত জীবনের ভালো-মন্দ বুঝতে সক্ষম। যার সঙ্গে তার সম্পর্ক আছে, তার উচিত নিজস্ব বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া।’
তেজ প্রতাপের জীবনযাত্রা পরিবার ও দল সঙ্গে তার দূরত্ব তৈরি করেছিল । পরিবার ও দলে তার গুরুত্ব ক্রমশ কম ছিল। সমাজ মাধ্যমের শনিবারের পোস্ট তাকে দল ও পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিল । এই ঘটনা বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে নিশ্চিতভাবে প্রচারে আসবে। তবে নির্বাচনে কোন প্রভাব ফেলে কিনা সেটা সময়ই বলবে।