Oplus_0

বিশ্বের জলবায়ু পরিবর্তন রুখতে এবং প্রান্তিক মানুষের জীবন ধারণের জন্য বন ও কৃষিকে আমাদের ফুসফুসের মতো রক্ষা করতে হবে বলে, মত ব্যক্ত করেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

 

সোমবার কর্নাটকের সিরসির বনবিভাগের কলেজে ‘জাতি গঠনে বনাঞ্চলের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে উপরাষ্ট্রপতি এ কথা বলেন।

 

উপরাষ্ট্রপতি ধনকড় বলেন, ‘বন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বন আমাদের ফুসফুস মতো কাজ করে। যদি একটি দেশের বন ভালো থাকে, তাহলে সেদেশের জনগণের স্বাস্থ্যও ভালো থাকে। আর কৃষি আমাদের জীবন রেখা। আমরা বনের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারিনা। বন জলবায়ু নিয়ন্ত্রণ করে, প্রাকৃতিক দুর্যোগ কম করে দেয় । পিছিয়ে পড়া দরিদ্র মানুষের জীবন জীবিকায় বনাঞ্চলের গুরুত্ব অপরিসীম।’

 

জগদীপ ধনকড় আরও বলেন, ‘আমাদের বনাঞ্চল রক্ষা করার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। কারণ জলবায়ু পরিবর্তন মোকাবিলা এখন বিশ্বের কাছে বড় একটা চ্যালেঞ্জ। স্থায়িত্ব কেবল অর্থনীতির জন্য নয়, সুস্থ জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদ আমরা নির্বিচারে শোষণ করতে পারি না।’

 

এদিনের অনুষ্ঠানে ভারতের উপরাষ্ট্রপতি ছাড়া উপস্থিত ছিলেন, কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট, কর্ণাটক বিধানসভার চেয়ারম্যান বাসবরাজ এস হোরাট্টি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here