আজ শনিবার, ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ হতে পারে।
শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে আবহাওয়া দপ্তরের খবর, রোববার উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তা পরে নিম্নচাপে পরিণত হতে পারে। এই ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।