বঙ্গোপসাগরের ভারত-বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে । এর ফলে আজ রোববার ২৯ জুন, দক্ষিণ চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
সক্রিয় বর্ষার সঙ্গে নিম্নচাপের প্রভাবে দুই মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
রোববার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯০ শতাংশের ওপরে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।