উত্তরবঙ্গে বর্ষা এসেছে । দক্ষিণবঙ্গে আসার সময় হয়ে গেলেও, বর্ষার দেখা নেই। তাপমাত্রার সঙ্গে আদ্রতা সূচক বৃদ্ধিতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়ছেন মানুষ । জুনের কোন তারিখের মধ্যে বর্ষা আসবে তা জানাতে না পারলেও- বুধ, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামীকাল থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দুই চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে তো বর্ষা প্রবেশ ই করেনি। অন্যদিকে দেশজুড়ে বর্ষার বিরতি চলছে। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হলেও বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে জুনের তৃতীয় সপ্তাহে জানাচ্ছেন, আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে শনিবার ও রবিবার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ।
মঙ্গলবার কলকাতা সহ আশেপাশের অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বিকালে অথবা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।