আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো গত বুধবার থেকে রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। রোববার ও সোমবার একই আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।

 

বর্ষা না এলেও বর্ষার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি।

পদ্মপাতায় বৃষ্টির ফোঁটা

আগামী সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে । মঙ্গলবার দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

প্রাক বর্ষার বৃষ্টি

দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও সব জেলাতে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মালদা,, দুই দিনাজপুর,, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

গতকাল শনিবার কেরলে বর্ষা প্রবেশ করেছে । অর্থাৎ নির্ধারিত সময়ের সাত দিন আগেই কেরলে বর্ষা শুরু হয়েছে । পশ্চিমবঙ্গেও কী বর্ষা আগেই শুরু হবে ?

 

এই প্রশ্নের উত্তরে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, ‘কেরলের আগে বর্ষা শুরু হলে, পশ্চিমবঙ্গেও বর্ষায় এগিয়ে আসবে এমন নাও হতে পারে । তবে আমার মনে হয়, এবার নির্ধারিত সময়ের আগেই এবঙ্গে বর্ষা চলে আসতে পারে। আমাদের রাজ্যে সাধারণত ১০ জুন বর্ষা শুরু হয় । এবার ৫-৬ দিন আগেই বর্ষা শুরু হতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here