বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । শুক্রবার দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপটি। তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। অন্যদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গ দিয়ে রাজ্যে বর্ষা প্রবেশ করেছে বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।
শুক্রবার ও শনিবার কলকাতা সহ দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়ায় নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের ১২ টি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে । ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুর দুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
মৎস্যজীবী ও পর্যটকদের ৩১ মে পর্যন্ত সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।
অন্যদিকে আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, এবার বর্ষা রাজ্যে সময়ের আগে আসছে । কেরলে ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। দেশের অন্যান্য কয়েকটি অংশের সঙ্গে সিকিম ও পশ্চিমবঙ্গের পাহাড়ে বর্ষা প্রবেশ করেছে । দু-একদিনের মধ্যে রাজ্যের বাকি অংশে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।