বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ায় ২২ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বাদুড়িয়া থানার পুলিশ । আটক ব্যক্তিরা বাংলাদেশ যাওয়ার জন্য পরিকল্পনা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হয়েছিলেন বলে, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছেন ।
তাঁরা সবাই পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে ভারতে থাকছিলেন। মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেছিলেন । ভারতের হায়দ্রাবাদে বসবাস করছিলেন।
এদিন বাদুড়িয়ার শায়েস্তানগর গ্রাম পঞ্চায়েতের লবঙ্গ গ্রামের বাসিন্দারা দেখেন, একদল অজ্ঞাত পরিচয় মানুষ একটি নির্মীয়মান বাড়িতে পরিবার নিয়ে ত্রিপল পেতে বসে রয়েছেন । একসাথে এতগুলো অন্য ধরনের অন্য পোশাক আশাকের লোক দেখে তাঁদের সন্দেহ হলে, তাঁরা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান । স্থানীয় প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে, ঘটনাস্থলে গিয়ে পুলিশ ২২ জনের দলটিকে আটক করে। শিশু ছাড়া দলে রয়েছেন দুজন গর্ভবতী মহিলা এবং ওদের ১১ জন প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্কদের গ্রেপ্তার করে পুলিশ।
ধৃতরা স্বীকার করেছে তারা হায়দ্রাবাদ থেকে এখানে এসে জড়ো হয়েছিল। ভারত থেকে বাংলাদেশের শরণার্থী শিবিরে ফিরে যাওয়ার জন্য তারা জড়ো হয়েছিল। সূত্রের খবর, শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয় ।
তারা ঠিক কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে থেকে, আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন, তার বিস্তারিত তদন্ত করে দেখছে গোয়েন্দা পুলিশ।