দিনাজপুর সীমান্তে দুজন বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটক করেছে, এই অভিযোগে দুজন ভারতীয়কে আটক করে বিজিবির হাতে তুলে দেয় স্থানীয় বাংলাদেশিরা।
শুক্রবার, ২ রা মে দিনাজপুর বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে এদিন দুপুরে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছিলেন, স্থানীয় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদ । সেখান থেকেই বিএসএফ তাদের ধরে নিয়ে যায় বলে অভিযোগ । এর প্রতিবাদে নো ম্যানস ল্যান্ড থেকে অবিনাশ টুডু ও ফিলিপস সোরেন নামে দুই ভারতীয়কে আটক করে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয় স্থানীয়রা।
জানা গেছে, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে । সেখানে দু’দেশের আটক নাগরিকদের বিনিময় হতে পারে।