বাংলাদেশের পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে, ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রক।
শনিবার রাতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের বৈদেশিক বাণিজ্য দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলের মনিপুর, মিজোরাম, মেঘালয়, অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য- রেডিমেড পোশাক, প্লাস্টিকের জিনিস, কাঠের আসবাব, ফল, পানীয় স্থলবন্দর দিয়ে ভারতে আমদানি করা যাবে না। তবে, বাংলাদেশের মাছ, রান্নার তেল এলপিজি গ্যাস, পাথর আমদানিতে কোন নিষেধাজ্ঞা চাপানো হয়নি।
একইসঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা ও মুম্বাই সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য ভারতে আমদানির ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই । ভারতের বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি করা যাবে।
ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সরকার বদলের ফলে, ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পাকিস্তান প্রীতি এবং চিন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো নিয়ে ইউনুসের মন্তব্য সেই সম্পর্ক আরও জটিল করে তোলে।
এপ্রিলের গোড়ায় বাংলাদেশের রাজস্ব বোর্ড ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতো আমদানির বন্ধ করে দেয়। ভারতও ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি ব্যবস্থা বন্ধ করে দেয়।
দুই দেশের পাল্টাপাল্টি আমদানি বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করছেন, আন্তর্জাতিক বাণিজ্য মহল।