বেআইনি বাংলাদেশি আটক করতে তল্লাশি অভিযান চালাচ্ছে, গুজরাট পুলিশ । শনিবার ভোর থেকে সুরাত আহমেদাবাদ সহ গোটা গুজরাট জুড়ে চলছে এই তল্লাশি অভিযান।
সোমবার রাত পর্যন্ত প্রায় সাড়ে ছ হাজার মানুষকে বাংলাদেশি সন্দেহে আটক করেছে পুলিশ । এদের মধ্যে অন্তত সাড়ে ৪০০ নিশ্চিত ভাবে বাংলাদেশি চিহ্নিত করতে পেরেছেন বলে দাবি করেছেন, গুজরাট পুলিশের মহা নির্দেশক বিকাশ হয়।
” নথির ভিত্তিতে নিশ্চিত করা গেছে, ৪৫০ জন বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে এখানে থাকছিলেন। আটক বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। আমাদের মনে হচ্ছে, একটা বড় সংখ্যার বেআইনি বাংলাদেশির পরিচয় আমরা নিশ্চিত করতে পারব।” সোমবার রাতে বিকাশ সহায়কে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
অন্যদিকে শনিবার রাত থেকে শুরু হওয়া তল্লাশি অভিযানে সুরাট থেকে আটক হওয়া সুলতান মল্লিকের স্ত্রী হাসিনা বিবি বিবিসি বাংলাকে জানিয়েছেন, ” রাত তিনটে নাগাদ পুলিশ আসে আমাদের বাসায়। আমার স্বামী বাচ্চাদের সবার আধার কার্ড দেখতে চায়। তারপর তারা আমার স্বামী ও দুই ভাগ্নেকে নিয়ে যায়। ওরা বলেছিল, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে কিন্তু প্রায় তিন দিন হতে চলল ফেরেনি।”
বাংলাদেশি সন্দেহে আটক হলেও সুলতান মল্লিকের পাসপোর্ট ও ১৯৯৩ সালের একটি জমির দলিল থেকে জানা যাচ্ছে, তাঁরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরের বাসিন্দা। কাজের খোঁজে গুজরাটে গিয়ে পুলিশের হাতে বাংলাদেশি সন্দেহে আটক হয়েছেন।