বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের উদ্যোগে নতুন ডিজাইনের বিভিন্ন মূল্যের নোট বাজারে ছেড়েছে সেন্ট্রাল ব্যাংক। সেখানে, শেখ মুজিবুর রহমান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ছবি সরিয়ে দিয়ে আনা হয়েছে, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের ছবি।
১ জুন, রোববার, প্রকাশিত বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল (১০০০, ৫০০,২০০,১০০, ২০, ১০, ৫ ও ২ ) টাকার নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসন হাবিব মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০, ২০০,১০০,১০,৫ ও ২ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১ জুন থেকে বাজারে প্রচলনে দেয়া হয়েছে।’

এছাড়াও বাকি নোটগুলো পর্যায়ক্রমে বাজারে ছাড়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । ঈদ উপলক্ষে ২০০ কোটি টাকা মূল্যের নোট ছাপিয়ে ব্যাংকের মাধ্যমে বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ।
সোমবার থেকে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া, মানুষের হাতে পৌঁছে যাবে এইসব নতুন ডিজাইনের নতুন ছবি যুক্ত নোট।
গত বছর জুন অগাস্টে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধাক্কায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। বাংলাদেশের মসনদে বসেন মহম্মদ ইউনুস । তখন থেকেই তাঁর অনুগামীরা বাংলাদেশের নোটে, শেখ মুজিবুর রহমানের ছবি বাতিলের দাবি তোলেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শেখ মুজিবের ছবি দেওয়া নোট এখন সমানভাবে বাজারে চলবে। মহম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত হওয়ার পর থেকে বাংলাদেশে নতুন করে আর নোট ছাপা হয়নি বলে জানা গেছে। ফলে নোটের অভাব রয়েছে। তাই বাজারে নতুন নোট আসায় চাহিদা তুঙ্গে রয়েছে ।
ব্যাংকের তরফে জানানো হয়েছে, সব নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ ও বাংলাদেশ সরকারের মনোগ্রাম থাকবে। বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের তরফে আরও জানানো হয়েছে , নোটের এই নতুন ডিজাইনে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং জনগণের সংগ্রামের চিত্র বিশ্বের দরবারে তুলে ধরা হবে।