বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগের সমস্ত রকম কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার।

 

শনিবার রাতে মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক ট্রাইবুনালে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম ও তার নেতাদের বিচার না হওয়া পর্যন্ত লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলে উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নেয়।

 

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে বাংলাদেশে আন্দোলনের তেজ বাড়াচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তারই ফলস্বরূপ ইউনুস সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন, রাজনৈতিক মহল।

 

তবে আওয়ামী লীগের তরফে ইউনুস সরকারের এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, ‘আমরা ফ্যাসিস্ট স্বৈরাচারী ইউনুস সরকারের এই সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইউনুস সরকারের এই সিদ্ধান্তকে অগ্রাহ্য করে আওয়ামী লীগ বাংলাদেশে তার সমস্ত কার্যক্রম চালিয়ে যাবে ।’

 

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের ফলে, বাংলাদেশে রাজনৈতিক সংঘর্ষ, অস্থিরতা ও অনিশ্চয়তা আরও বৃদ্ধি পেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here