বাংলাদেশিরা ভারতের ভূখণ্ড থেকে দুজনকে ভারতীয়কে তুলে নিয়ে যায়। তাদের অভিযোগ, বিএসএফ দুজন বাংলাদেশিকে আটক করে রেখেছে। উত্তেজনা প্রশমনে শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিএসএফ-বিজিবি কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ মিটিং করে দু’দেশের নাগরিকদের নিজেদের দেশে ফিরিয়ে দেয়।
২ মে, শুক্রবার দুপুরে দিনাজপুর বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছিলেন, স্থানীয় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদ । সেখান থেকেই বিএসএফ তাদের ধরে নিয়ে যায় বলে অভিযোগ । এর প্রতিবাদে ভারতের ভূখন্ড থেকে অবিনাশ টুডু ও ফিলিপ সোরেন নামে দুই ভারতীয়কে আটক করে বিজিবির হাতে তুলে দেয় স্থানীয়রা।
বিএসএফের ইন্সপেক্টর জেনারেল ওম প্রকাশ উপাধ্যায়, মেঘালয় ফন্ট্রিয়ার, সম্প্রতি বাংলাদেশ সীমান্তে মৌলবাদীদের তৎপরতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের রাজনৈতিক সরকার পরিবর্তনের পর, দুই সীমান্তরক্ষী বাহিনী গঠনমূলক কাজের সম্পর্ক বজায় রেখেছে। বিভিন্ন সময় ফ্লাগ মিটিংয়ের মাধ্যমে তথ্য আদান-প্রদানের ভিত্তিতে দুই বাহিনী কাজ করে।’
শুক্রবারের ঘটনার পর সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে।