বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মায়ানমারের সঙ্গে যোগাযোগে রাখাইন করিডরের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারে না । এই সিদ্ধান্ত একমাত্র দেশের নির্বাচিত সরকারই নিতে পারে বলে উল্লেখ করে, ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সওয়াল করেন, সেনা প্রধান ওয়াকার উজ জামান।

বুধবার ঢাকার সেনানিবাসের প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান ওয়াকার উজ জামান বলেন, ‘দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘসময় দেশ চালাতে পারেনা । অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব ছিল, দেশে দ্রুত ও সুষ্ঠ জাতীয় নির্বাচন আয়োজন করা। কিন্তু অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার নির্বাচন নিয়ে ক্রমাগত টালবাহানা করে চলেছে।’

ওয়াকার আরও বলেন , ‘একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতির অনুসরণ করে, জাতীয় স্বার্থে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে।’

এদিন সেনাপ্রধান ওয়াকার উজ জামান সেনানিবাসের প্রাঙ্গণে সেনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে দুঃখ প্রকাশ করে বলেন, গত ন’মাস অভিভাবকহীন হয়ে রয়েছেন।

এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সেনাকর্তা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here