Oplus_131072

নদিয়ার বিএসএফ জওয়ান অমিত হালদার রাজস্থানে কর্মরত ছিলেন । সপ্তাহখানেক আগে তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন । রাজস্থানের একটি বেসরকারি হাসপাতালে অমিতের চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সেখানে তার মৃত্যু হয়।

 

অমিতের স্ত্রী ফোন করে বাড়িতে তার মৃত্যুর সংবাদ জানায় । শনিবার অমিতের কফিন বন্দি দেহ নদিয়ার শান্তিপুরের বাড়িতে ফেরে।

 

অমিতের মৃত্যুতে গোটা পরিবার শোকে ভেঙে পড়েছেন । ঠিক কি কারণে অমিত বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, তা নিয়ে রহস্য বাড়ছে।

 

শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের গো ভাগাড় কলোনির বাসিন্দা অমিত ১২ বছর আগে বিএসএফে কমান্ডার হিসেবে যোগ দেন। ১০ বছর আগে তিনি বিয়ে করেন । অমিতের একটি ৭ বছরের কন্যা সন্তান আছে । স্ত্রী ও কন্যাকে নিয়ে অমিত রাজস্থানে কর্মরত ছিলেন।

 

অমিতের এক আত্মীয়া জানান, ‘ওরা স্বামী-স্ত্রী মেয়েকে নিয়ে রাজস্থানে থাকত। আমরা জানি না, কি করে কি হয়েছে। বৌমা বলছে, অমিত বিষ খেয়েছে।’

 

ভালো ছেলে হিসেবে পরিচিত অমিতের রহস্য মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here