Oplus_131072
  • আইনজীবী ও রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে যাঁরা বিক্ষোভ দেখিয়েছিলেন, কলকাতা পুলিশকে তাঁদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন, প্রধান বিচারপতির বেঞ্চ।

শুক্রবার উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ হাইকোর্ট এলাকায় বিকাশ রঞ্জনের চেম্বার ঘিরে বিক্ষোভ দেখান । আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও  বিচারপতি বিশ্বজিৎ বসুর নামে আপত্তিকর স্লোগান দেন তাঁরা। বিচারপতি বসুর ছবি মাটিতে ফেলে বিক্ষোভকারীদের বারবার লাথি মারতে দেখা যায়।

সোমবার এবিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আদালত অবমাননার অভিযোগ এনে, বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা করেন।
মামলাকারী আইনজীবীদের প্রশ্ন, হাইকোর্ট এলাকায় ১৪৪ ধারা জারি থাকে, সেখানে দীর্ঘ সময় ধরে এত লোক জমা হয়ে বিক্ষোভ দেখালেন কি করে ? পুলিশ চুপ করে দেখলো। কোন পদক্ষেপ করল না কেন ? প্রশ্ন মামলাকারী আইনজীবীদের । তাঁদের দাবি, গোটা ঘটনা প্রমাণ করে বিচার ব্যবস্থার উপর আক্রমণ করা হয়েছে।
এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, “আদালত ও বিচারপতির বিরুদ্ধে এমন কোন আচরণ করা যায় না। রায় পছন্দ না হলে উচ্চতর আদালতে আবেদন করুন। এভাবে বিক্ষোভ দেখাবেন কেন ? স্পষ্ট ভাষায় বলছি, এই কাজ করা যায় না। এঁদের সকলকে চিহ্নিত করতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here