বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি মাটিতে ফেলে লাথি, আপত্তিকর মন্তব্য ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্য আইনজীবীদের উপর হামলার ঘটনায় কুনাল ঘোষ সহ ১৫ জনের বিরুদ্ধে নোটিশ পাঠানোর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ।
বিশেষ বেঞ্চের পর্যবেক্ষণ, এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। আদালত অবমাননার ফৌজদারি অপরাধ। কারা অপরাধী, তা খুঁজে বের করে রিপোর্ট দেবেন, পুলিশ কমিশনার।
বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের কি নোটিশ দেওয়া হয়েছে ? প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা ক্রিমিনাল কনটেম্পট। হলফনামা চাইবো, উত্তরে সন্তুষ্ট না হলে, রুল জারি করা হবে। বিচারব্যবস্থাকে হেনস্থা করতে এমন করা হয়েছে ।’
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছে। এখন ওঁরা জবাব দেবেন।’
২৫ এপ্রিল কলকাতা হাইকোর্ট চত্বরে নিজেদের চেম্বারে চাকরিপ্রার্থীদের একাংশের হেনস্তা শিকার হন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাঁর সহকারী ফিরদৌস শামীম, বিক্রম বন্দ্যোপাধ্যায়, ও অন্য আইনজীবীরা । অকথ্য ভাষা ব্যবহার করা হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর নামে ।
এই ঘটনায় কুনাল ঘোষ সহ অন্যদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিয়ে প্রধান বিচারপতি দ্বারস্থ হন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রধান বিচারপতি শিবজ্ঞানম সেই মামলা গ্রহণ করে, তিন সদস্যের একটি বিশেষ বেঞ্চ গঠন করে দেন।
সেই বেঞ্চে শুক্রবার আদালত অবমাননার মামলাটির শুনানি ছিল। বিশেষ বেঞ্চের তিন বিচারপতি হলেন , বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায় এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ঘটনার দিনের বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত হাইকোর্টের কিরণশঙ্কর রায় রোড, ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।