দক্ষিণ কলকাতার কসবা ল কলেজের গার্ড রুমে বুধবার রাতে এক ছাত্রী গণধর্ষিতা হয়েছেন বলে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। ঘটনায় যুক্ত ল কলেজের দুই বর্তমান এবং একজন প্রাক্তন ছাত্র, যারা প্রত্যেকেই তৃণমূল কর্মী, তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ ।
এনিয়ে শুক্রবার সারাদিন কলেজের সামনে বিক্ষোভ দেখান বিরোধীরা। প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদ করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলেন তাঁরা। অভিযুক্তদের আদালতে তোলা হলে, মঙ্গলবার পর্যন্ত তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন, আলিপুর আদালত।