ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন, বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই । তাঁর নিযুক্তি নথিতে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১৪ মে ২০২৫ প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার নেবেন বিচারপতি গাভাই । ভারতের বিচার দপ্তর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে ১৩ মে বিচারপতি সঞ্জীব খান্নার মেয়াদ শেষ হচ্ছে । উত্তরাধিকার হিসেবে তিনি বিচারপতি গাভাইয়ের নাম প্রস্তাব আকারে আইন মন্ত্রকের কাছে পাঠিয়েছিলেন।
বিচারপতি গাভাইয়ের জন্ম ১৯৬০ সালের ২৪ নভেম্বর, মহারাষ্ট্রের অমরাবতীতে । ২০০৩ সালে গাভাই বোম্বে হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন । সেখানে তিনি দীর্ঘ ১৫ বছর কাজ করেন। ২০১৯ সালে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয় ।
১৪ মে ২০২৫ শপথ গ্রহণের পর বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই হবেন দ্বিতীয় তফসিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি এবং দেশের ৫২ তম প্রধান বিচারপতি।