Oplus_0

সরকারি টাকায় মন্দির তৈরি নিয়ে প্রশ্ন তুলেও একসময়ে আরএসএস করা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে স্বস্ত্রীক অংশ নিয়ে বলেন, ‘জগন্নাথকে নিয়ে রাজনীতি করার কিছু নেই।’

 

মন্দিরের অতিথিশালায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে তাকে গল্প করতেও দেখা যায়। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি শুধু হিন্দু ধর্ম নিয়ে কথা বলব। অন্য কিছু নিয়ে নয়। কে কোথায় গেছে, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার ।’

 

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও শুভেন্দুর সুরে বলেন, ‘এটা ওঁদের ব্যক্তিগত ব্যাপার‌।’.

 

যদিও বিজেপির সৌমিত্র খাঁ ক্ষোভ প্রকাশ করে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হয়ে উঠতে হয়, তার আদর্শ নিদর্শন আপনি দিলীপবাবু।’

 

সৌমিত্র আরও লিখেছেন, ‘ কতটা নির্লজ্জ হলে, এমন আদর্শবান পুরুষ হওয়া যায়- তা চিন্তার বিষয় ! বাংলা বিজেপির লজ্জা আপনি ।’

 

বুধবার দীঘার জগন্নাথধামের উদ্বোধনী অনুষ্ঠানে সরকার পক্ষের উজ্জ্বল উপস্থিতির মধ্যে বিরোধী দলের তরফে একমাত্র দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন । এ নিয়ে রাজ্য বিজেপির সমালোচনার মুখে পড়েছেন দিলীপ ।

 

শিক্ষকের চাকরি বাতিল, মুর্শিদাবাদের ঘটনা, রাজ্যের একাধিক সংকটের মধ্যে সরকারি টাকায় মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া মানে, সেই সমস্ত সমস্যাগুলোকে অবজ্ঞা করা বলে মনে করেন বিজেপির একাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here