ভারতের বিজ্ঞান সংযোগ ক্ষেত্রের কিংবদন্তি, জাদুঘর আন্দোলনের পথিকৃৎ ডঃ সরোজ ঘোষ ১৭ মে ২০২৫ মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইচ্ছে অনুসারে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক গবেষণার জন্য তার দেহ দান করা হয়েছে বলে, তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে ।
তাঁর মৃত্যুতে ন্যাশনাল কাউন্সিল অফ সায়ান্স মিউজিয়ামস গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
‘ভারতীয় বিজ্ঞান জাদুঘরের ভীষ্ম পিতামহ’ সরোজ ঘোষ ভারতীয় বিজ্ঞান কেন্দ্র ও জাদুঘর নেটওয়ার্কের স্থাপক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
তার উজ্জ্বল কর্মজীবনে ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ পুরস্কার ছাড়া দেশে বিদেশের অসংখ্য পুরস্কার পেয়েছেন । প্যারিসের ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কলকাতা সায়ান্স সিটি, নতুন দিল্লির ন্যাশনাল সায়ান্স সেন্টার এবং মুম্বাইয়ের ন্যাশনাল সায়ান্স সেন্টারের মতো যুগান্তকারী প্রতিষ্ঠানের নকশা গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।
কলকাতার টাউন হল মিউজিয়াম, নতুন দিল্লির পার্লামেন্ট মিউজিয়াম, রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম, আহমেদাবাদের গুজরাট সায়ান্স সিটির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
প্রয়াত ডঃ সরোজ ঘোষের উজ্জ্বল কর্মজীবন, আগামী প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থেকে যাবে।