কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে সিকিমের বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে । প্রবল বর্ষণে ভয়ংকর রূপ ধারণ করেছে তিস্তা । বাড়িঘর রাস্তাঘাট ভেঙেচুরে একাকার হয়ে গেছে । গোটা সিকিম বিপর্যয়ের মুখে পড়েছে । বেশ কিছু রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় কোনরকম পরিষেবা পৌঁছে দেওয়া যাচ্ছে না। উদ্বিগ্ন প্রশাসন পর্যটকদের সমস্ত পারমিট বাতিল করে দিয়েছে। আগামীকাল রোববার পর্যন্ত সিকিম আবহাওয়া দপ্তর লাল সর্তকতা জারি করেছে।

তিস্তা পাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে । স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে মাইকিং করা হচ্ছে । চালু করা হয়েছে কন্ট্রোল রুম । খোলা হয়েছে ত্রাণ শিবির । বিপর্যয় মোকাবিলায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করেছে সিকিম সরকার।

উত্তর সিকিমে মঙ্গন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । জেলাশাসক সোনম ডেচু জানিয়েছেন, ‘মঙ্গন জেলার বেশ কিছু জায়গায় ধ্বস নেমেছে। কয়েকটি গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি । বিপর্যয় মোকাবিলায় ঘটনাস্থলে রয়েছে, বিপর্যয় মোকাবিলা দল, দমকল বাহিনী, পুলিশ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।’

বিপর্যস্ত সিকিমে দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। কয়েকজন মানুষ তিস্তার জলে ভেসে গেছেন। তাঁদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি না বলে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা