হিমাচল প্রদেশে গত দু সপ্তাহ ধরে লাগাতার প্রাকৃতিক দুর্যোগে এপর্যন্ত ৬৯ জনের মৃত্যু হয়েছে । নিখোঁজ হয়ে গেছেন বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিমাচল প্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে।
মেঘ ভাঙা বৃষ্টি আর ধসে রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘর, বড় বড় নির্মাণ, রাস্তা, সেতু সব ভেঙেচুরে তছনছ হয়ে গেছে। পানীয় জলের সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে হিমাচল প্রশাসন।
এদিকে আগামী ৭ জুলাই পর্যন্ত রাজ্যের সর্বত্র ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।