‘অপারেশন সিঁন্দুর কেবল একটা সামরিক অভিযান নয়, বরং ভারতের রাজনৈতিক, সামাজিক ও কৌশলগত ইচ্ছা শক্তির প্রতীক।’ রোববার লখনউতে ব্রহ্মোস ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ফ্যাসিলিটি সেন্টারের ভার্চুয়ালি উদ্বোধন করে একথা বলেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
ব্রহ্মোস একটি মাঝারি পাল্লার সুপারসনিক ক্রুজ মিসাইল। বিশ্বের দ্রুততম এই ক্ষেপণাস্ত্র জাহাজ, ডুবোজাহাজ, বিমান ও মাটি থেকে উৎক্ষেপণ করা যায়।
প্রতিরক্ষা মন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেন, ‘এই কমপ্লেক্স ভারতের স্বনির্ভরতা প্রচেষ্টাকে শক্তিশালী করবে এবং এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে।’
প্রতিরক্ষাক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতার লক্ষ্যে অপারেশন সিঁন্দুরকে একটা প্রমাণ হিসেবে উল্লেখ করে, রাজনাথ বলেন,’এটি প্রমাণ করে যে, ভারত যখনই সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তখন সীমান্তের ওপারের ভূমিও সন্ত্রাসবাদী ও তাদের প্রভুদের জন্য নিরাপদ নয়।’
এদিনের অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, ‘পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করার জন্য এই অভিযান চালানো হয়। নিরপরাধ বেসামরিক লোকেদের লক্ষ্যবস্তু করা হয়নি । তবে পাকিস্তান ভারতের বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করেছে। আমাদের সেনাবাহিনীও তার যথাযথ প্রত্যুত্তর দিয়েছে।’