পশ্চিমবঙ্গের ওপর থেকে নিম্নচাপ সরে গেলেও রাজ্যের উত্তর ও দক্ষিণের সব জেলায় স্বাভাবিক বর্ষার দাপট চলবে । বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর ।
বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ।
উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ারে বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আজ বৃহস্পতিবার ৩ জুলাই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আকাশ মেঘলা থাকবে । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯৫ শতাংশের ওপরে থাকতে পারে।