বন্ধ করে দেয়া হলো ভাটপাড়া রিলায়েন্স জুট মিল । শনিবার কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন, কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ। কারখানা বন্ধ করে দেওয়ায় ৫ হাজারেরও বেশি শ্রমিক কাজ হারালেন । এনিয়ে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, কারখানা গেটে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ অন্যায় ভাবে কারখানা বন্ধ করে দিয়েছে । কয়েকদিন আগে থেকেই মোটা তাঁতে মোটর লাগানো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের ঝামেলা চলছিল । তাঁদেরকে চাপ দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

 

মোটা তাঁতে কর্তৃপক্ষের বিপদজনক মোটর লাগানো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বৃহস্পতিবার সমস্ত কাজ বন্ধ করে দিয়ে কারখানা ছেড়ে বেরিয়ে যান সব শ্রমিক।

 

শুক্রবার শ্রমিকদের সাপ্তাহিক ছুটি থাকে । শনিবার কাজে গিয়ে দেখেন, গেটে তালা ঝুলছে। মিল কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিকরা অবাধ্য হওয়ার জন্য তাঁদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এর ফলে রিলায়েন্স জুট মিলের শ্রমিক, ঠিকা শ্রমিক এবং তাঁদের পরিবার মিলিয়ে প্রায় ত্রিশ হাজার মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়লেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here