পহেলগাঁও জঙ্গি হামলা পরবর্তী ভারত পাকিস্তান সংঘর্ষে ভারতের যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে কার্যত মেনে নিলেন, ভারতের সামরিক প্রধান জেনারেল অনিল চৌহান।

 

শনিবার, সিঙ্গাপুরের ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রথম সিডিএস জেনারেল অনিল চৌহান বলেন, ‘আমার মনে হয়, যুদ্ধবিমান নামানোর বিষয়টি ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কেন সেগুলো নামানো সম্ভব হলো, তা জানা অনেক বেশি প্রয়োজনীয়।’

ভিডিও থেকে নেওয়া ছবি

অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পক্ষে দাবি করা হয়, তারা ভারতের ৬ টি যুদ্ধবিমান নামিয়েছে । ভারতের পক্ষে পাকিস্তানের দাবির পাল্টা কোন বিবৃতি তখন দেওয়া হয়নি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবিষয়ে সরকারের বিবৃতি দাবি করলে, তাঁকে পাকিস্তানের দালাল বলে, বিজেপির তরফে আক্রমণ করা হয়।

 

সাঙ্গরিলা ডায়লগে অংশ নিতে সিঙ্গাপুর গিয়ে জেনারেল চৌহান টিভি সাক্ষাৎকারে ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, ‘যে যান্ত্রিক ত্রুটির কারণে যুদ্ধবিমান নামানো হয়েছিল, তা নির্দিষ্ট করা সম্ভব হয়েছিল, তা ইতিবাচক । আমরা ভুল শুধরে নিয়ে আমাদের যুদ্ধবিমান আবার উড়িয়েছি । আবার দূর পাল্লায় নিশানা করেছে, আমাদের যুদ্ধবিমান।’

 

তবে ভারত পাকিস্তান সংঘর্ষে ক’টি ভারতীয় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল, সে প্রশ্নের সরাসরি কোন উত্তর দেননি সামরিক প্রধান, জেনারেল অনিল চৌহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here