ভারতের বিমান পরিবহন কর্তৃপক্ষ উত্তর পশ্চিম ভারতের ৩২ টি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ৯ মে থেকে ১৫ মে সকাল ৫ টা ২৯ মিনিট পর্যন্ত পরিচালনগত কারণে বিমান পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে।
বিমানবন্দর গুলির মধ্যে রয়েছে-আধমপুর, ভাতিন্ডা, ভুজ, বিকানির, আম্বালা, চন্ডীগড়, হালওয়াড়া, অমৃতসর, হিন্ডম, জয়সলমীর, অবন্তিপুর, জম্মু, জামনগর, যোধপুর, কান্ডলা, কাংড়া, কেশোদ, কিষাণগড়, কুলু মানালি, লে, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট, শিমলা, শ্রীনগর, থইস, এবং উত্তরলাই।
এই বিমানবন্দর গুলিতে ঘোষিত সময়কালে বিমান চলাচল বন্ধ থাকবে । বিমান পরিবহন সংস্থাগুলোকে এ ব্যাপারে প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা নিতে বলা হয়েছে।