পশ্চিমবঙ্গ সহ ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ৩৭২ জন । গত ২৪ ঘন্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ১ জন রয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া সোমবারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে ৪৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মোট আক্রান্ত ৩৭২জন । শুধুমাত্র কলকাতায় আক্রান্তের সংখ্যা তিনশো ছাড়িয়ে গেছে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশে অ্যাক্টিভ কেসের তালিকায় পশ্চিমবঙ্গ পঞ্চম স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে কেরল । সেখানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪৩৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে, মহারাষ্ট্র আক্রান্ত ৫০০-৬ জন। করোনা ভাইরাস আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি । সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪৮৩ জন। চতুর্থ স্থানে রয়েছে গুজরাট, মোট আক্রান্তের সংখ্যা ৩৩৮ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা রাজ্য অনুযায়ী পরিসংখ্যান দেওয়া হলেও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফে কোন পরিসংখ্যান দেওয়া হয়নি।
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তাঁরা । ভিড়ের মধ্যে গেলে মাস্ক ব্যবহার করতে বলছেন। আর হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।