পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় দুই প্রতিবেশী দেশ ভারত পকিস্তানের মধ্যে যে সামরিক সংঘাত সৃষ্টি হয়েছে, তা যুদ্ধের আকার নিলে লাভবান হবে আমেরিকা, চিন। এমনই অভিমত ব্যক্ত করেন, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

 

মোহাম্মদ সেলিম বলেন, ‘ভারত ও পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভালো জায়গায় নেই । যার ফলে দুই দেশ যুদ্ধ চালিয়ে যাবে। যুদ্ধ হলে, লাভ হবে আমেরিকা, চিনের । কারণ তখন তারা ভারত পাকিস্তানের কাছে নিজেদের তৈরি অস্ত্র বিক্রি করবে। আর আমাদের স্বাস্থ্য, শিক্ষা খাতে বরাদ্দ কমবে।’

 

সেলিম আরও বলেন, ‘গতকাল রাত থেকে একাধিক সংবাদ মাধ্যম যেভাবে ভুয়ো ভিডিও দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, তা নিন্দনীয়। মানুষের কথা সবার আগে ভাবতে হবে। যারা সীমান্ত এলাকায় বসবাস করেন, তাদের পরিস্থিতি চিন্তা করতে হবে। তাদের জীবনের কথা ভাবতে হবে । তাদের জীবনকে কোনভাবেই সংকটের মুখে ঠেলে দেওয়া যায় না।’

 

শুক্রবার কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে মোহাম্মদ সেলিম বলেন, ‘যে কোন ক্ষেত্রেই আজও আমাদের রবীন্দ্রনাথের স্মরণাপন্ন হতে হয় । তার প্রতিটি লেখাই প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ সব সময় মানবতার কথা, মানবতার জয়ের কথা বলে এসেছেন । বর্তমান সময় সন্ত্রাসবাদের । উগ্র হিন্দুত্ববাদ যেভাবে মাথা চাড়া দিয়েছে, তাতে রবীন্দ্র ভাবনা খুবই গুরুত্বপূর্ণ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here