ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন । বৈঠকে উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিজিএস জেনারেল অনিল চৌহান, সেনাবাহিনীর প্রধানরা ও অন্যান্য উচ্চ পর্যায়ের আধিকারিরা।

 

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানানো হয়।

 

অন্যদিকে সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ফের জম্মু-কাশ্মীরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে । জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সংঘর্ষ বিরতি নিয়ে প্রশ্ন তুলেছেন । ওমর আব্দুল্লা লিখেছেন, ‘কোন অস্ত্র বিরতি চলছে না। শ্রীনগরের এয়ার ডিফেন্স ইউনিটগুলো আবার চালু হয়েছে।’

 

জম্মু-কাশ্মীরে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে আবারও গোলাগুলির বিনিময়ের খবর পাওয়া যাচ্ছে । জম্মুতে ব্ল্যাকআউট করে দেয়া হয়েছে।  উধমপুরেও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

পহেলগাঁও জঙ্গি হামলা পরবর্তী ভারত পাকিস্তানের সামরিক ডিজি পর্যায়ের বৈঠকে চলমান সংঘর্ষ বিরতিতে দুদেশ সম্মত হয়েছিল। শনিবার বিকাল ৫ টা থেকে এই সংঘর্ষ বিরতি কার্যকর করার কথা ছিল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here