ভারত পাকিস্তান দু’দেশের সংঘর্ষ বিরতি পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সংঘর্ষ বিরতি চলবে এবং কেউ কাউকে লক্ষ্য করে একটিও গোলাগুলি চালাবে না। সংবাদ সংস্থা সূত্রে খবর, দুদেশের সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা সেনাও ধীরে ধীরে সরিয়ে নেওয়া বলে, সংঘর্ষ বিরতি পর্যালোচনায় সিদ্ধান্ত হয়েছে।

 

সোমবার দু’দেশের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস) পর্যায়ের এই পর্যালোচনা বৈঠকে ভারতের পক্ষে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের পক্ষে ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ একে অপরের সঙ্গে হটলাইনে চলমান সংঘর্ষ বিরতি নিয়ে কথা বলেন। সেখানে সংঘর্ষ বিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

 

পহেলগাঁও জঙ্গি হামলা পরবর্তী ঘটনায় ভারত পাকিস্তান দু দেশের সম্পর্ক সংঘর্ষের রূপ নেয়। দুদেশের সীমান্তবর্তী এলাকায় চলে গোলাগুলি বিনিময়। এতে বহু মানুষের প্রাণ যায় ও সম্পত্তি নষ্ট হয়। পরিস্থিতি ক্রমশ আরও উত্তপ্ত হয়ে উঠতে থাকলে, আমেরিকার হস্তক্ষেপে দুদেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয় ।

 

১০ মে শনিবার বিকাল ৫ টা থেকে এই সংঘর্ষ বিরতি চালু করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। এবং ১২ মে সোমবার এবিষয়ে পর্যালোচনা বৈঠকের সিদ্ধান্ত নেয় ভারত পাকিস্তান দুই প্রতিবেশী দেশ। নির্ধারিত সময় বেলা ১২ টায় এই পর্যালোচনা বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বিকাল ৫ টায় হটলাইনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here