ভারতে ধর্ষণ, হিংসা ও সন্ত্রাসের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন আমেরিকা সে দেশের নাগরিকদের ভারত ভ্রমণের জন্য একগুচ্ছ পরামর্শ দিয়েছে। একা নারীকে ভারতে আসতে একেবারেই না করা হয়েছে। আর মোদির বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকার ভারত ভ্রমণের এমন নির্দেশিকায় গোটা বিশ্বের কাছে ভারতের লজ্জা বলে কটাক্ষ করেছে কংগ্রেস।

১৬ জুন প্রকাশিত মার্কিন বিদেশ দপ্তরের একটি নির্দেশিকায় বলা হয়েছে, ‘ভারতে ধর্ষণ, সন্ত্রাসের ঘটনা প্রতিদিন বাড়ছে । এই পরিস্থিতিতে ভারত ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো । বিশেষ করে একা নারীর ভারতে না আসতে বলা হয়েছে ওই নির্দেশিকায়।

 

ভারতের জম্মু কাশ্মীর ভারত পাক সীমান্ত, লে লাদাখ মধ্য ও পূর্ব ভারতের মনিপুর সহ একাধিক জায়গা এবং বিহার, ঝাড়খন্ড, ছত্তিশগড়, মেঘালয় ও ওড়িশা ভ্রমণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

রাজধানীর বাইরে গেলে অনুমতি নেওয়ার পরামর্শ দিয়ে বলা হয়েছে, ‘কোন আগাম খবর ছাড়াই সন্ত্রাসবাদীরা হামলা চালাতে পারে- কোন টুরিস্ট স্পট, শপিংমল, কোন জনবহুল স্থান, সরকারি প্রতিষ্ঠানে, ভারতের গ্রামাঞ্চলে আমেরিকার নাগরিকদের সুরক্ষা দেওয়া সম্ভব নয় বলে ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

 

মার্কিন নির্দেশিকার ভ্রমণ পরামর্শে ভারতকে ধর্ষণ, হিংসা, সন্ত্রাসের দেশ বলায় ক্ষুব্ধ বিরোধীরা। কর্ণাটক কংগ্রেসের এক্স হ্যান্ডেলের পোস্টে লেখা হয়েছে, ‘২০২৫ সালের আপডেটে ধর্ষণ, হিংসা এবং সন্ত্রাসবাদের ঝুঁকি বৃদ্ধির কারণে ভারতে নারীদের একা ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এটা কী প্রধানমন্ত্রীর নিরাপদ ভারতের গল্পের পতন ? গোটা বিশ্বের কাছে এটা মোদি, বিজেপির লজ্জা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here