তৃতীয় ভাষা হিসেবে হিন্দিকে মহারাষ্ট্রের স্কুলগুলোতে বাধ্যতামূলক বলে চাপিয়ে দেওয়ার কেন্দ্রের এনডিএ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মহারাষ্ট্রের যুযুধান দুই ভাই রাজ থাকরে এবং উদ্ধব থাকরে একই মঞ্চে দাঁড়িয়ে প্রতিবাদে সরব হয়েছেন ।

দীর্ঘ প্রায় কুড়ি বছর তাঁদের মধ্যে কোন সম্পর্ক ছিল না। বাল থাকরেও রাজ – উদ্ভবের সম্পর্ক স্বাভাবিক করতে পারিনি। এবার তিন ভাষা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘আওয়াজ মারাঠিচা’ নামে একটি যৌথ কর্মসূচির উদ্যোগ নেয় রাজ থাকরের শিবসেনা এবং উদ্ধব থাকরের নবনির্মাণ সেনা।

 

শনিবার দুপুরে মুম্বাইয়ের ওরলি পার্ক অডিটোরিয়ামে হিন্দি ভাষার আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলতে ‘আওয়াজ মারাঠিচা’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

 

দীর্ঘ কুড়ি বছর পর একমঞ্চে দাঁড়িয়ে তাঁরা এক সঙ্গে থেকে কাজ করার অঙ্গীকার করেন। রাজ থাকরে সম্প্রতি জানান, উদ্ধবের সঙ্গে আমার বিরোধ সামান্য কিন্তু আমাদের এই বিরোধের থেকে বেশি গুরুত্বপূর্ণ মারাঠা সংস্কৃতি, মারাঠার নিজস্ব অস্তিত্ব।’

 

অন্যদিকে উদ্ধব থাকরে বলেন, ‘আমি সব ধরনের বিরোধ সরিয়ে মহারাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজ করতে রাজি আছি।’

 

তিন ভাষা নীতি বাতিল না হওয়া পর্যন্ত তাঁদের প্রতিবাদ আন্দোলন চলবে বলে তাঁরা জানিয়ে দেন। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে রাজ থাকরে লেখেন, ‘কেন্দ্রীয় সরকার বর্তমানে হিন্দি ভাষার বিস্তার করতে চাইছে, কিন্তু হিন্দি ভাষা আমাদের জাতীয় ভাষা নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here