গোটা পশ্চিমবঙ্গে মঙ্গলবার বর্ষা প্রবেশ করেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সক্রিয় মৌসুমী বায়ু আর নিম্নচাপের জেরে কলকাতার সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আজ বুধবার ১৮ জুন, দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
ভারী বৃষ্টির কারণে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমে গেছে । বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ থাকতে পারে। গত ২৪ ঘন্টায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে । আকাশ মেঘলা থাকবে।
রাজ্যের উত্তরে তো আগেই বর্ষা প্রবেশ করেছিল। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদহে।