Oplus_0

অন্ধ্রপ্রদেশের সীমাচলমে বরাহ লক্ষী নরসিংহ স্বামী মন্দিরের দেওয়াল ভেঙে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সারাবছর ভগবান নৃসিংহ স্বামীকে চন্দনের প্রলেপ দিয়ে ঢেকে রাখা হয়। চন্দন উৎসব উপলক্ষে একদিন চন্দনের সেই প্রলেপ সরিয়ে দেবতার নিজরূপ ভক্তদের দেখানো হয়। সেই দৃশ্য দেখার জন্য মঙ্গলবার রাত থেকে হাজার হাজার মানুষ ৩০০ টাকা দিয়ে টিকিট কেটে তুমুল বৃষ্টির মধ্যে মন্দিরের বাইরে লাইনে দাঁড়িয়ে ছিলেন।

 

সিনহাগিরি বাসস্ট্যান্ডের কাছে মন্দিরের নবনির্মিত দেয়াল মুষল বষ্টিতে আচমকা দর্শনার্থীদের ওপর ভেঙে পড়লে ঘটনাস্থলে অন্তত ৮ জনের মৃত্যু হয়। বেশ কয়েকজন আহত হন।

 

বুধবার অন্ধ্রপ্রদেশ প্রশাসনের তরফে জানানো হয় , উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী ভাঙ্গালপুদি অনিথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here