প্রাকৃতিক বিপর্যয়ের বাধা কাটিয়ে সফলভাবে মহাকাশের আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে শুভাংশু দের মহাকাশ যান ড্রাগন। ২৫ জুন ,বুধবার, ভারতীয় সময় বেলা ১২ টা ১ মিনিট নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে ফ্যালকন রকেটের উৎক্ষেপণের মাধ্যমে নতুন ইতিহাসের সূচনা করেছেন, লখনৌয়ের ছেলে ভারতীয় বায়ু সেনার পাইলট শুভাংশু শুক্লা।
৮ জুন ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা ৪১ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন- ৯ রকেট উত্তোলনের জন্য নির্ধারিত ছিল। কিন্তু আবহাওয়া অনুকূল না থাকায় তা পিছিয়ে যায়।
২৫ জুন, পরবর্তী ঘোষিত সূচি মেনে উৎক্ষেপণ করা হয় শুভাংশুদের মহাকাশ যান।
শুভাংশু শুক্লা। ১৯৮৪ সালে রাকেশ শর্মার মহাকাশ যাত্রার পর কোন ভারতীয় মহাকাশে পাড়ি দিলেন, যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রথম পা রাখবেন।
ভারতীয় বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রথম মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন। নাসা, ইসরো এবং ইউরোপিয়ান মহাকাশ গবেষণা সংস্থার মিলিত উদ্যোগে অ্যাক্স-৪ মিশন । এই মিশনে শুক্লার সঙ্গে রয়েছেন, পোল্যান্ডের ইএসএ প্রকল্পের নভোচারী স্লাওস উজানানস্কি-উইজনিভস্ক, হাঙ্গেরির টিবর কাপু এবং নাসার অভিজ্ঞ নভোচারী মিশন কমান্ডার পেগি হুইটসন।
আন্তর্জাতিক স্পেস স্টেশনে ডেটিংয়ের পর কক্ষপথে ১৪ দিন ধরে ৬১ টি বিষয়ের ওপর বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি প্রচার ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবেন তাঁরা। এই পরীক্ষা নিরীক্ষা গুলোর অন্যতম ভবিষ্যতের দীর্ঘমেয়াদী ভ্রমণে মহাকাশ পুষ্টি। বিভিন্ন ধরণের খাদ্য নিয়ে গবেষণা কাজে যুক্ত থাকবেন শুভ্রাংশু। বিশেষ করে ভারতীয় খাবারের ওপর গুরুত্ব দিয়ে মাইক্রোগ্রাভিটি পরিস্থিতিতে মুগ ও মেথিকে অঙ্কুরিত করা।
অ্যাক্সিম স্পেসের চতুর্থ বাণিজ্যিক মিশনের অংশ হিসেবে মহাকাশ যাত্রা করেন শুভাংশু।