Oplus_131072

মাধ্যমিকে ৬৯৬ নম্বর । শতাংশের নিরিখে ৯৯.৪৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অদৃত সরকার।

 

২ মে, শুক্রবার, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে । সেখানে তালিকায় নিজের নাম প্রথমে দেখে অবাক হয়ে যায় অদৃত সরকার । অদৃত জানায়, ‘ভালো রেজাল্ট হবে জানতাম। কিন্তু একেবারে প্রথম হবো ভাবতেই পারিনি ।’

 

রায়গঞ্জ বীরনগরের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অদৃত । সে প্রথম হওয়ায় বাবা প্রাক্তন কেন্দ্রীয় সরকারের কর্মী অমিত সরকার এবং মা সীমা সরকার ও বাড়ির অন্যান্য সদস্যরা আপ্লুত। তার বাড়িতে পাড়া-প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন শুভেচ্ছা জানাতে।

 

বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে ডাক্তার হতে চায় অদৃত সরকার । দেশ ও রাজ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে এক প্রশ্নের উত্তরে অদৃত জানায়, ‘দেশজুড়ে হিন্দু মুসলমান বিভেদের রাজনীতি তার একেবারে পছন্দ নয়।’

 

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবার ৫৯ দিনে প্রকাশ করা হয় । ১০ ফেব্রুয়ারি পরীক্ষার শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি শেষ হয় । মোট পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ৫৯ হাজার ৪২৫ জন । এ বছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৫৬ শতাংশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here