‘মুর্শিদাবাদের সহিংসতার ঘটনা পরিকল্পিত। নেপথ্যে কারা রয়েছেন শীঘ্র সেই তথ্য সামনে আনা হবে।’ সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়ে বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে প্রতিবাদ আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসা ছড়ায় মুর্শিদাবাদ, মালদায়। পরিকল্পনা করে এই হিংসা ছড়ানো হয়েছে বলে দাবি করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোন সম্প্রদায়কে আমি দোষ দেব না। কিছু মানুষ ধর্মীয় নেতা সেজে, ধর্মের নামে বিধর্মের কথা বলেন । পালে বাঘ না পড়লেও বাঘ বাঘ বলে চিৎকার করেন । তারাই অশান্তি করে।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি যখন কোন রাজনীতি করি বা কোন চেয়ারে থাকি, আমার কাছে সব ধর্ম সমান, সকলে সমান । আমি চাইনা বাংলায় কোন সম্প্রদায় আক্রান্ত হোক। মুর্শিদাবাদে চক্রান্ত করে অশান্তি করা হয়েছে।’
সোমবার দুদিনের মুর্শিদাবাদ সফরে গিয়ে মঙ্গলবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধুলিয়ান, শমশেরগঞ্জ, সুতির উপদ্রুত অঞ্চল ঘুরে দেখবেন। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবেন।