ভারী বৃষ্টির জল কলকাতা মেট্রোরেলের লাইনে ঢুকে পড়ায় ৩০ জুন, সোমবার সকাল থেকে মেট্রো ট্রেন পরিষেবা ব্যাহত হয়।
লাইনে জল জমার কারণে মহাত্মা গান্ধী রোড থেকে পাক স্ট্রিটের মেট্রো ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
এর ফলে কেবলমাত্র ময়দান থেকে কবি সুভাষ এবং দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে । দ্রুত এই পরিস্থিতি সমাধানের চেষ্টা করছে বলে জানিয়েছে, মেট্রো রেল কর্তৃপক্ষ।
সপ্তাহের শুরুতে মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটায় অফিস যাত্রীরা সমস্যায় পড়েন । স্টেশনে স্টেশনে প্রচুর যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।