Oplus_0

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকায় একাধিক প্রশ্ন তুলে, তীব্র আক্রমণ করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘মোদি খুশ তো, দিদি খুশ । দিদি খুশ তো, মোদি খুশ।’

 

শনিবার মুর্শিদাবাদের বহরমপুরের টেক্সটাইল মোড়ে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে সভা করে কংগ্রেস । সেখানে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী একযোগে তৃণমূল বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘কোথাও দেখেছেন, ওয়াকফ আইন প্রত্যাহারের জন্য তৃণমূলের পক্ষে কোন আন্দোলন ? কোন সভা ?কারণ দিদি( মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি) চায় না । মোদি খুশ তো দিদিও খুশ। দিদি খুশ তো মোদিও খুশ।’

 

‘দিদি (মুখ্যমন্ত্রী) যদি এই পশ্চিমবঙ্গে জগন্নাথ মন্দির নির্মাণের জন্য সরকারি অর্থ ব্যয় করেন, তাহলে ওয়াকফ বোর্ডের মাধ্যমে মসজিদ নির্মাণের জন্য আপনাকে অর্থ বরাদ্দ করতে হবে। তবেই বুঝবো আপনি সকলের জন্য সমান।’

 

অধীর রঞ্জন চৌধুরী আরও বলেন, ‘ওড়িশা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থানে একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিকের ওপর হামলা হচ্ছে, দিদির (মুখ্যমন্ত্রীর) কোন মাথা ব্যাথা নেই । এই মুর্শিদাবাদ মালদার পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা হচ্ছে, মুখ্যমন্ত্রীর কোন মাথা ব্যাথা নেই।’

 

সোমবার মুর্শিদাবাদ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দাঙ্গা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন তিনি। কথা বলবেন স্থানীয়দের সঙ্গে ।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের আগে সভা করে কংগ্রেস ওয়াকফ আইন বাতিলের পাশাপাশি ওয়াকফ সম্পত্তির পরিমাণ নিয়ে কেন্দ্র ও রাজ্যের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানায় । এদিনের সভায় অধীর রঞ্জন চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন, মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী, মনোজ চক্রবর্তী এবং অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here