মৌসুমী বায়ুতে গতি না থাকায় থমকে রয়েছে বর্ষা। তাপমাত্রা ও আদ্রতা জনিত অস্বস্তিতে নাজেহাল মানুষ। এবার মৌসুমী বায়ু গতি পেতে পারে । অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য প্রান্তে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তারই প্রভাবে মৌসুমী বায়ু গতি ফিরে পেতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে হতে পারে, বর্ষার সূচনা ।
দক্ষিণবঙ্গে সাধারণত ১০-১২ জুনের মধ্যে বর্ষা প্রবেশ করে । এবার আগে আসার আশা জাগিয়েও বর্ষা আসার কোন হেলদোল নেই । আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মৌসুমী বায়ুর গতি হারানোর নজির অতীতেও রয়েছে।
প্রায় টানা দু সপ্তাহ বর্ষার বাতাস থমকে থাকায় দেশে বৃষ্টির পরিমাণ অনেক কমে গেছে । এবার ঘূর্ণাবর্তের কারণে ১৪ জুনের মধ্যে সেই বর্ষার পালে হাওয়া লাগতে পারে বলে আশা জাগাচ্ছেন, আবহাওয়াবিদরা।
আজ বৃহস্পতিবার ১২ জুন, কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম, বাঁকুড়াতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ হতে পারে । আকাশ অংশ তো মেঘলা থাকবে ।
উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও মৌসুমী বায়ুর কারণে সেভাবে বৃষ্টি হচ্ছে না। তবে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।