যাত্রীদের ভালো পরিষেবা দিতে এবং ভারতীয় রেলে ভ্রমণ আরও সহজ করতে RailOne নামে একটি নতুন অ্যাপ চালু করেছে রেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার ভারতের রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব নতুন দিল্লির মিডিয়া সেন্টারে এই অ্যাপ চালু করে জানান, ‘ট্রেন সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানতে কিংবা টিকিট কাটতে আর নানা ওয়েবসাইট কিংবা অ্যাপের প্রয়োজন নেই । এবার একটি অ্যাপেই মিলবে রেল সংক্রান্ত যাবতীয় পরিষেবা।’
রেল পরিষেবা সংক্রান্ত সব খবর রেলওয়ান নামের এই অ্যাপে পাওয়া যাবে। টিকিট বুক করা থেকে কীভাবে, কোথা থেকে, কোন ট্রেনে কোথায় যাবেন, ট্রেনে চলতে চলতে খাবার বুক করা, ট্রেনের লাইভ স্ট্যাটাস পাওয়া, সহজ রিফান্ডিং, এমনকি অভিযোগ জানানোর অপশন সব আছে এই অ্যাপে।
গুগল প্লে স্টোর থেকে RailOne নামে এই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
রেলের এই উদ্যোগে রেল যাত্রীরা খুশি।