পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে সমস্ত সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। সাধারণ নাগরিকদেরও যুদ্ধ পরিস্থিতির জন্য তৈরি রাখতে ৭ মে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যুদ্ধ মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক।
যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে নিজেকে রক্ষা করবেন, সেই প্রশিক্ষণ দেশের সাধারণ নাগরিকদের দিতে বলা হয়েছে । হঠাৎ ব্ল্যাকআউট হলে কিংবা বিমান হামলার সাইরেন বেজে উঠলে কী করতে হবে, যুদ্ধ মহড়ায় সেসব শেখানো হবে সাধারণ নাগরিকদের।
এই আয়োজনে স্কুলের ছাত্র-ছাত্রী এবং রাজ্যগুলোর বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও যুক্ত করতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায়।
এই মহড়ার উদ্দেশ্য আতঙ্ক ছড়ানো নয়, যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি বলে, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। যুদ্ধ মহড়া চলাকালীন সকল নাগরিকদের স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়েছে।