রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী নিজের দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে শুনলেন, চিটিংবাজ, ধাপ্পাবাজ।

 

বৃহস্পতিবার তৃণমূল নেতা তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয় পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে পৌছলে, রাস্তার মোড়ে মোড়ে কালো পতাকা, জুতো, ঝাঁটা দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা।

তাঁদের অভিযোগ, বিগত চার বছরে মন্ত্রী মশায়কে দেখা যায়নি। গো ব্যাক স্লোগানের সঙ্গে তাঁরা চোরচোট্টা চিটিংবাজ, ধাপ্পাবাজ বলেও বিক্ষোভ দেখান।

 

বিক্ষোভকারীরা মন্ত্রীর গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর অভিযোগ, ‘এই ঘটনার পেছনে মন্তেশ্বরের তৃণমূল ব্লক সভাপতির ইন্ধন আছে । প্রতিকার না পেলে, দল ছেড়ে দেব।’ পুলিশের বিরুদ্ধেও মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।

 

একুশ জুলাই সমাবেশের লক্ষ্যে নিজের বিধানসভা কেন্দ্রে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর দুটি সভা করার কথা ছিল। ৮ ও ৯ জুলাই । সেই সভার প্রস্তুতি দেখতে যান। সেখানে পৌঁছলে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন সিদ্দিকুল্লা চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here