মৌসুমী বায়ু সক্রিয় থাকায় পশ্চিমবঙ্গে জোরকদমে বর্ষা শুরু হয়ে গেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী থাকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
আজ রোববার, ২২ জুন, কলকাতাসহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়ার তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
রোববার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদহে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।